টাইম নিউজ ডেস্কঃ
সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার এনআইডি কর্তৃপক্ষ এক নোটিশে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এর আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ ডিসেম্বর রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় ফের চালু করা হয়।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় চলে আসে। সে জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।
Leave a Reply