টাইম নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে মোহাম্মদ সিরাজের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর এতেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বাংলাদেশের দখলে। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
২০০০ সালের এশিয়া কাপের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২০ রানের পাহাড় সংগ্রহ করেছিল পাকিস্তান। জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৩ বছর পর সেই লজ্জার রেকর্ড থেকে বাংলাদেশকে কেমন যেন মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা।
Leave a Reply